কর্ণফুলীতে অনুমোদনহীন গুদামে ভেজাল তেল, জরিমানা ও জব্দ

কামরুল ইসলাম, চট্টগ্রাম:


চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার খুইদ্দেরটেক এলাকায় অনুমোদনহীন একটি গুদামে ভেজাল তেল উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ। অভিযান পরিচালনায় সহায়তা করে সেনাবাহিনীর একটি দল ও কর্ণফুলী থানা পুলিশ।

অভিযানে দেখা যায়, একটি অনুমোদনহীন গুদামে প্লাস্টিকের বোতলে ভরে ভেজাল তেল উৎপাদন ও বাজারজাতের কাজ চলছিল পুরোদমে। ছিল না কোনো বৈধ কাগজপত্র, অনুমোদন বা বিএসটিআইর লাইসেন্স।

ভোক্তা অধিকার অধিদপ্তর তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে। ধ্বংস করা হয় ৪৫০ লিটার ভেজাল তেল, জব্দ করা হয় বিপুল পরিমাণ প্লাস্টিক বোতল, ভুয়া লেবেল ও উৎপাদন সরঞ্জাম

উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, “ভোক্তাদের ঠকিয়ে মুনাফা লুটতে চেয়েছিল এই চক্র। বিএসটিআইর লোগো জাল করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছিল।”

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *