রাউজান থানা মাদকমুক্ত করতে অভিযান চালাচ্ছেন ওসি মনিরুজ্জামান

কামরুল ইসলাম:

রাউজান থানা মাদক মুক্ত করার লক্ষ্যে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ভুঁইয়ার দিকনির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে এক বিশেষ অভিযানে রাউজান থেকে ৭৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ হাজার ৫০০ টাকা।

রাউজান হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ভুঁইয়ার তত্ত্বাবধানে এসআই (নিঃ) হোসেন ইবনে নাঈম ভূঁইয়া ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন রাতে পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। চেকপোস্টে একটি লাল রঙের পুরাতন সিএনজি অটোরিকশা তল্লাশির সময় ইঞ্জিন বক্সে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারি মোঃ বেলাল (৪০) ও মোঃ নাজিম উদ্দিন (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। মোঃ বেলাল নোয়াখালীর কোম্পানীগঞ্জের গাংচিল গ্রামের বাসিন্দা এবং মোঃ নাজিম উদ্দিন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সুখ বিলাস মধ্যম পাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ ধারায় রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাউজান থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সকল ধরণের মাদক ব্যবসা দমন করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *