ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়াই জামায়াতের লক্ষ্য: ডা. শফিকুর রহমান

স্বাধীন সংবাদ ডেস্ক:  


সাম্য, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একটি ইসলামি কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার বিকেলে রাজধানীর কাফরুলে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। এই ঐতিহাসিক বিপ্লব ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্যের ফসল। তবে তা অর্জিত হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে—দুই হাজারের অধিক মানুষ রাজপথে রক্ত দিয়েছেন, বহু মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি, কোনো কোনো এতিম শিশুর ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছি।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগকে জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে। আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই, যা হবে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শভিত্তিক, যেখানে কোনো বৈষম্য থাকবে না।”

থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, আলাউদ্দিন, তুহিন রেজা তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *