হাসান আলী:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযানে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। অভিযানে আটক করা হয়েছে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী।
২৫ জুন ২০২৫, মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) মোঃ নাসিম উদ্দিন ও যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হকের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১। মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- মৃত কাউয়ুস, ঠিকানা- ২৫ দক্ষিণ গোরান, খিলগাঁও, ঢাকা।
২। মোঃ জিহাদ (২০), পিতা- মোঃ জহির উদ্দিন, ঠিকানা- ৯৯/২ সিদ্দিক বাজার, বংশাল, ঢাকা।
আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত ৬,০০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৭৩, তারিখঃ ২৬/০৬/২০২৫, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনি ১০(গ)/৪১)।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।