রাঙ্গুনিয়ায় অপরাধ বাড়ছে: চুরির শিকার প্রবাসীর পরিবার, থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

কামরুল ইসলাম, চট্টগ্রাম:


চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন এলাকায় একের পর এক অপরাধমূলক ঘটনার মাধ্যমে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ—মাদক, চুরি, ডাকাতিসহ নানা অপরাধে এখন রাঙ্গুনিয়া যেন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

সাম্প্রতিক এক ঘটনায় উপজেলার পোমরা ইউনিয়নের রোশাইপাড়া এলাকার এক প্রবাসীর বাড়িতে সংঘটিত চুরির ঘটনা নতুন করে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মো. আব্দুল কাদেরের বাড়িতে গত শনিবার (তারিখ উল্লেখ করুন) বিকাল তিনটার দিকে এই চুরির ঘটনা ঘটে। ওই সময় পরিবারের কেউ বাড়িতে না থাকায় চোর কৌশলে ঘরে ঢুকে আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী প্রবাসীর পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, থানায় অভিযোগ দিলেও পুলিশি তৎপরতা সন্তোষজনক নয়। এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সরেজমিনে থানায় গিয়ে জানতে চাইলে দায়িত্বরত কনস্টেবল জানান, ওসি সাহেব থানায় অনুপস্থিত।

স্থানীয়রা বলছেন, ৫ আগস্টের পর থেকে এলাকায় অপরাধ প্রবণতা হঠাৎ করেই বেড়ে গেছে। দিনের বেলায় লোকজন স্বাভাবিক চলাচল করলেও রাতে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ।

রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশ প্রশাসনের নির্লিপ্ততার বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *