নরসিংদীতে ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে গুলি করে-কুপিয়ে হত্যা

আনোয়ার হোসেন আনু:

নরসিংদী শহরে মো. রেজভী (৩৫) নামে এক ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজভী শহরতলীর বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর হামলা চালাতে যায় রেজভী ও তার দলবল। এ সময় গলির রাস্তায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে কেলোপাতাড়ি গুলি ও কুপিয়ে রেজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত রেজভীর বিরুদ্ধে ৮টি মামলা এবং অপরদিকে প্রতিপক্ষের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১০ থেকে ১৫টি মামলা রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *