মনজুরুল ইসলাম:
পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইল উপজেলাধীন চণ্ডীপাশা ইউনিয়নের কুরাটি এলাকার প্রবাসীর স্ত্রী লাভলী নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার চণ্ডীপাশা ইউনিয়নের কুরাটি গ্রামে এ ঘটনা ঘটে।
গত শনিবার (২৮ জুন) সকালে তিনজনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত সুমনের স্ত্রী লাভলী আক্তার। গুরুতর আহত লাভলী আক্তার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অভিযুক্তরা হলেন—চণ্ডীপাশা ইউনিয়নের কুরাটি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মো. আব্দুস ছাত্তার (৫৮), মো. আব্দুস ছাত্তারের স্ত্রী মোছা. রোকিয়া বেগম (৫০) ও মো. আব্দুস ছাত্তারের ছেলে মো. শহিদুল (৩২)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। মো. শহিদুল অন্যান্য আসামিদের হুকুম দিয়ে বলে, “জীবনে শেষ করে দে।” এই হুকুম পেয়ে আসামি মো. আব্দুস ছাত্তার তার হাতে থাকা দা দিয়ে খুন করার উদ্দেশ্যে মাথার বাম পাশে কোপ মেরে হাড়কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। মোছা. রোকিয়া বেগম তার হাতে থাকা লোহার রড দিয়ে লাভলীর হাত-পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে বেদনায়ক জখম করে এবং বাম চোখের নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দাঁত ফুটিয়ে জখম করে।
লাভলী আক্তারের প্রবাসী স্বামী সুমন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, “আমি এর সঠিক বিচার চাই। যারা আমার স্ত্রীকে অন্যায়ভাবে পিটিয়ে আহত করেছে, আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।”
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”