মোঃ মুজাহিদুল ইসলাম:
গাজীপুরের টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ মোঃ রাকিব হাসান (৪০) নামের একজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বুধবার (২ জুলাই ২০২৫ ইং) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। আটক রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আরজি কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মহাখালী সাততলা সংক্রামক ব্যাধি হাসপাতালের কোয়ার্টারে বসবাস করতেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী হিমারদিঘী বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলভার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, “যথেষ্ট ঝুঁকি সত্ত্বেও আমাদের পুলিশ সদস্যরা অস্ত্রধারী এই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”