টাঙ্গাইলে ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

টাঙ্গাইল প্রতিনিধি:

দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইলে ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে টাঙ্গাইল আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (২ জুলাই ) এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি টাঙ্গাইল সদর ৫ আসনের আগামী দিনের ধানের শীষের  মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামিল শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মামুন সরকার ,টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক দলের  আহব্বায়ক মামুন খান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম এম মারুফ সরোয়ার, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আকন্দ, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আরিফ হোসেন, রাসেল রানা, মোঃ মজনু মিয়া, সহ ৩ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *