স্বাধীন সংবাদ ডেস্ক:
আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, মালয়েশিয়া নিয়ে অনেক বাড়াবাড়ি করা হচ্ছে। বাস্তবতা হলো—এক বছরে দেশটি বাংলাদেশ থেকে বড়জোর ৩০-৪০ হাজার কর্মী নেবে।
বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়া নিয়ে হাইপ তৈরি হয়েছে যে, তারা ১০-১২ লাখ কর্মী নেবে। আমি মালয়েশিয়া ঘুরে এসেছি, বাস্তব চিত্রটা দেখেছি। তাদের প্রকৃত চাহিদা একেবারে সীমিত।”
তিনি আরও বলেন, “আগের সরকার মালয়েশিয়ার সঙ্গে যে চুক্তি করেছে, তাতে রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া দেবে, আর আমরা অনুমোদন দেব। এটিই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ—যেটিকে আমরা সিন্ডিকেট বলি। এখন সবাই বলছে সিন্ডিকেট চলবে না। কিন্তু সিন্ডিকেট বন্ধ করতে হলে সেই চুক্তি পরিবর্তন করতে হবে। সেটি তো মালয়েশিয়া সরকারকে জোর করে করা যাবে না। এখন আমাদের সঙ্গে তাদের সমঝোতা করতে হবে।”
উপদেষ্টা আরও বলেন, “চুক্তি পরিবর্তন না করলে আমাদের সামনে দুটি পথ খোলা—এক, মালয়েশিয়ার দেওয়া ২৫, ৫০ বা ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো; দুই, মালয়েশিয়াকে জানানো যে, আমরা কোনো কর্মী পাঠাবো না। কিন্তু যদি সিন্ডিকেটের মাধ্যমে পাঠাই, সবাই বলবে আমি নিজেই সিন্ডিকেটে যুক্ত। আবার যদি কর্মী না পাঠাই, তাহলে ৪০ হাজার কর্মীর সুযোগ বাতিল হবে এবং এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত নিতে হবে দেশের স্বার্থকে সামনে রেখে, কিন্তু আন্তর্জাতিক বাস্তবতাও ভুলে গেলে চলবে না।”