আশুরা উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: ডিএমপি

স্বাধীন সংবাদ ডেস্ক:

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার হোসেন। তিনি বলেন, “কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই। শিয়া সম্প্রদায়ের সব ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

বৃহস্পতিবার (৩ জুলাই) লালবাগের হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “৬ জুলাই (১০ মহররম) যেসব রাস্তায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে, সেখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এলাকাভিত্তিক চেকপোস্টও জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, জনসাধারণের ভোগান্তি এড়াতে মিছিল সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। সেইসঙ্গে মিছিলে পটকা, আতশবাজি, ধাতব ও দাহ্য পদার্থ বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডিএমপি তাজিয়া মিছিল সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানিয়েছে এবং মিছিলে উচ্চ আওয়াজ পরিহার করার নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *