কামরুল ইসলাম:
যেখানে শত শত একর সরকারি বনভূমি অবৈধ দখলদারদের কবলে, সেখানে সামান্য কিছু জায়গা দখলমুক্ত করে সংবাদপত্রে নিউজ দিয়ে কী বোঝাতে চাচ্ছেন চুনতি রেঞ্জ কর্মকর্তা?
বিস্তারিত জানতে গিয়ে জানা যায়, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন আজিজনগর বিটের ‘আব্বাসের ঘোনা’ নামক সংরক্ষিত বনের তিন একর বনভূমি, যেখানে লেবু বাগান করে জবরদখল করে রাখা হয়েছিল, সেই জায়গাটি উদ্ধার করা হয়েছে বলে সংবাদে বলা হয়। ২ জুলাই চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন।
এই নিয়ে সচেতন মহলের মন্তব্য, যে এলাকায় দীর্ঘদিন ধরে শত শত একর বনভূমি রেঞ্জ কর্মকর্তার নীরবতা ও যোগসাজশে দখলে চলে গেছে, সেখানে মাত্র তিন একর জমি উদ্ধার করে সংবাদ প্রচার আসলে লোক দেখানো পদক্ষেপ ছাড়া আর কিছু নয়।
এ বিষয়ে আরও জানা যায়, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে আজিজনগর বিটের আব্বাসের ঘোনায় লেবু বাগান করে তিন একর বনভূমি দখল করে রেখেছিল। চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজের নির্দেশনায় ওইদিন অভিযান পরিচালনা করে জায়গাটি উদ্ধার করা হয়। একইসঙ্গে সেখানে পশুখাদ্য উপযোগী বাগান সৃজনের কাজও শুরু হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন বলেন, “প্রভাবশালী একটি চক্র তিন একর জায়গা দখল করে রেখেছিল। দিনব্যাপী অভিযানে তাদের সরিয়ে বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। সেখানে পশুখাদ্য উপযোগী বাগান গড়ে তোলার কাজ চলছে। বনভূমি জবরদখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে।”