লোহাগাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল আজিজ:


দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম দক্ষিণ জেলা, সাতকানিয়া ও লোহাগাড়া ইউনিটের যৌথ উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বুধবার (৩ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে আমিরাবাদ সিটি হাসপাতালের কনফারেন্স হলরুমে। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। এরপর একে একে বক্তব্য রাখেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মানিত সভাপতি জি. এম. মাহফুজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যবৃন্দ ছাড়াও ঢাকা থেকে আগত সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. মমিনুর রশিদ শাইন। তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা, এটি কেবল পেশা নয় বরং সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালানোই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম এবং কেন্দ্রীয় উপদেষ্টা মো. শাহজাহান মোল্লা। তাঁরা বলেন, সাংবাদিকদের উচিত হলো—সত্য প্রকাশে আপোষহীন থাকা, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলা এবং পেশাগত ঐক্য বজায় রাখা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সদস্য মো. রফিকুল ইসলাম, আজম সিকদার, কলিম উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জাহাঙ্গীর আলম, মিনহাজ নূর এবং সাংবাদিক রফিক দিদার, যিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাহমুদুল হক, জিয়াবুল হক, দিদার ইলাহী এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহনেওয়াজ।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেকস্বরূপ। বর্তমান সময়ের বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা প্রচারণার যুগে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। সমাজে সত্য, ন্যায় এবং নৈতিকতা প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তারা বলেন, “সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মত স্পষ্টতা সাংবাদিকদের থাকতে হবে। অহংকার নয়, পরস্পরের প্রতি সহমর্মিতা, সহযোগিতা এবং সম্মান বজায় রেখে দেশের স্বার্থে কাজ করতে হবে।”

সভায় আরও বলা হয়, “জাতীয় সাংবাদিক সংস্থা হলো সকল সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ ও প্রগতিশীল প্ল্যাটফর্ম। এই সংগঠন দল-মতের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়বদ্ধতা রক্ষায় কাজ করে যাচ্ছে।” বক্তারা প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

‘প্রেস ক্লাব যার যার, জাতীয় সাংবাদিক সংস্থা সবার’—এই স্লোগানকে সামনে রেখে মানবতার পক্ষে এবং জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *