কামরুল ইসলাম
কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, যিনি এলাকায় ‘ডাকাত জাফর’ নামে পরিচিত, ১৪ দিনের রিমান্ড শেষে আবারও আদালতে হাজির হয়েছেন। নতুন আরেক মামলায় শুনানি শেষে আদালত তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
বুধবার (৩ জুলাই) সকাল ৯টায় চকরিয়া থানা হেফাজত থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, পেকুয়া থানার একটি নতুন জিআর মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই নিয়ে পেকুয়া থানার তিন মামলায় জাফর আলমকে মোট সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তাঁকে তাৎক্ষণিকভাবে পেকুয়া থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে উপস্থাপন করা হয়। এরপর আদালতের নির্দেশে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”
পেকুয়া থানার ওসি মো. সিরাজুল মোস্তফা বলেন, “বুধবার থেকেই পেকুয়া থানার তিন মামলায় সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।”
আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন জানান, গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি এবং পেকুয়া থানার দুই মামলায় জাফর আলমকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে মোট ১৮ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন। এর মধ্যে ১৪ দিনের রিমান্ড ইতোমধ্যে শেষ হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনের অধীন মোট আটটি মামলায় অভিযুক্ত হন সাবেক এমপি জাফর আলম।