ঘিওরের বন্যা প্রসাদ গ্রামে রাস্তায় দুর্ভোগ, ঝুঁকিপূর্ণ ব্রিজের ঢালে দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা

মোঃ জাহাঙ্গীর আলম  :

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বন্যা প্রসাদ গ্রামে একটি চলাচলযোগ্য রাস্তার অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের একমাত্র সড়কপথে অবস্থিত জরাজীর্ণ একটি ব্রিজের ঢাল ভেঙে পড়ায় নিত্যদিন ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, ব্রিজটির নিচের অংশ দীর্ঘদিন ধরে ভাঙা পড়ে থাকায় যানবাহন চলাচলে ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে পোলট্রি পরিবহনের গাড়িগুলো প্রায়ই খাদে পড়ে যায়। সম্প্রতি একটি পোলট্রি গাড়ি খাদে পড়ে গেলে দেড় থেকে দুইশত মুরগি মারা যায় বলে অভিযোগ পাওয়া গেছে। যাত্রীবাহী যানবাহনগুলো ব্রিজে উঠতে গিয়ে যাত্রীদের নামিয়ে, ধাক্কা দিয়ে গাড়ি উঠাতে হয়—যা যাত্রী ও চালকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

একজন অটোরিকশাচালক বলেন,

> এই রাস্তার ব্রিজ ঢাল ঝুঁকি এতটাই বেশি যে আমরা আসতে চাই না। তবে অনেক যাত্রী ফোন করে অনুরোধ করেন, তাই ঝুঁকি নিয়েই মাঝে মাঝে আসি।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন,

> আমাদের বন্যা প্রসাদ গ্রামটি উপজেলার একেবারে শেষ প্রান্তে হওয়ায় কেউ খোঁজ রাখে না। উন্নয়নের ছোঁয়া থেকে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত।”

এ বিষয়ে বালিয়াখোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাচ্চু মেম্বার জানান,

> এই রাস্তায় কাবিখা প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ২.৬০০ মেট্রিক টন গম বরাদ্দ হয়েছে কিনা জানি না, তবে আমরা উপজেলা পর্যন্ত কাজের বিষয় জানাতে পারি। গ্রামের মানুষ অনেক কষ্টে আছে। আমি দীর্ঘদিন ধরে বলছি, দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।”

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। এলাকাবাসীর প্রত্যাশা—দ্রুত রাস্তাটি সংস্কার ও ঝুঁকিপূর্ণ ব্রিজটি ঢাল পুনঃনির্মাণ করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হোক।
এ বিষয়ে বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল খান বলেন, ব্রিজের ঢালসহ রাস্তাটি করার আসস্ত করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আছমা সুলতানা নাসরীন মুঠো ফোনে ফোন দিলে ফোন রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *