চিকিৎসা শেষে আগামিকাল দেশে ফিরছেন ঢাকা-৫ আসনের বিএনপি নেতা আলহাজ্ব নবী উল্লাহ নবী

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :

চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে অবস্থান শেষে আগামীকাল প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরে আসছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির জনপ্রিয় নেতা **আলহাজ্ব নবী উল্লাহ নবী**। মেডিক্যাল চেকআপ শেষে এখন তিনি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছেন।

সুস্থ হয়ে স্বদেশে ফিরে আসার আগমুহূর্তে এক হৃদয়স্পর্শী বার্তায় নবী উল্লাহ নবী বলেন,
আমি মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি যে, তিনি আমাকে সুস্থতা দান করেছেন। দেশের বাইরে চিকিৎসার সময়টিতে যারা আমার জন্য দোয়া করেছেন, খোঁজখবর রেখেছেন, ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করেছেন—দেশে কিংবা প্রবাসে থাকা সেই সকল ভাই-বোন, নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই অন্তরের গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।

তিনি আরও বলেন,
ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা চিরন্তন। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। ইনশাআল্লাহ, আপনাদের পাশে থাকবো, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অটল থাকবো। সেইসঙ্গে দেশের সকল মানুষের শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করছি।

বিবৃতির শেষে তিনি আবেগঘন ভাষায় বলেন,
আমি বিশ্বাস করি, সব সময় আপনারা যেভাবে ভালোবাসা ও দোয়া দিয়ে আমাদের পাশে থেকেছেন, ভবিষ্যতেও ঠিক তেমনিভাবেই বিএনপির পতাকা ও আদর্শকে ধারণ করে জনগণের অধিকার রক্ষায় আমাদের পাশে থাকবেন। আমরা একসাথে পথ চলব—গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি সুন্দর আগামীর লক্ষ্যে।”
আগামীকাল তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের খবর জানার পর ঢাকাসহ দেশ-বিদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *