ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে, জরুরী সংবাদ সম্মেলনে, সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ

সাগর চৌধুরী:

গতকাল ২ জুলাই, ২০২৫ খ্রি: শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জনাব সিদ্দিক জুবায়ের, সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মহোদয়ের সভাপতিত্বে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তকরণ করা হবে। বিশেষ করে এক বিভাগ ধারী ডিগ্রি কলেজ এবং অনার্স, মাস্টার্সের শিক্ষকদের এমপিও সুনিশ্চিত হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও অক্লান্ত পরিশ্রমের অবসান ঘটিয়ে প্রাপ্তির দরজা খুলেছে মাত্র। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তা এ বিষয়টি আমাদের জানিয়েছেন। আজ ৩ জুলাই, ২০২৫ খ্রি: কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের নিমিত্তে জনাব ড. খ. ম. কবিরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়।
উল্লেখ যে, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০২১ সহজীকরণ করে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের লক্ষ্যে দুটি কমিটি গঠন করা হয়।

বি এড (সনদধারী) শিক্ষকগণের দীর্ঘদিনের চাওয়া স্কেল পরিবর্তন আইনের সংশোধনের জন্য ও একটি কমিটি গঠন করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা মৌখিক ভাবে আমাদেরকে জানিয়েছেন। আমরা অত্যান্ত আশাবাদী সরকার নীতিমালা সহজীকরণ করে শীঘ্রই প্রজ্ঞাপন জারী করে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের মাধ্যমে বৈষ্যমের শিকার অবহেলিত ননএমপিও শিক্ষক-কর্মচারীগণের দুর্দশা লাঘবে সচেষ্ট হবেন।

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সদিচ্ছার প্রতি সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া, প্রধান সমন্বয়ক, নন-এমপিও ঐক্য পরিষদ। ৩ জুলাই, ২০২৫ খ্রি: জাতীয় প্রেসক্লাবের সামনে রাত সাড়ে আটটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *