মোঃ মুজাহিদুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উত্তরা পশ্চিম থানা ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে অবদান রাখা।
শুক্রবার (৪ঠা জুলাই ২০২৫ ইং) বিকেল ৫টায় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উত্তরা পশ্চিম থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচি ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন আফাজ। তিনি তার বক্তব্যে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও র্যালিতে বক্তব্য রাখেন—
সুলাইমান হাসান, যুগ্ম আহ্বায়ক, উত্তরা পশ্চিম থানা বিএনপি;
মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক, উত্তরা পশ্চিম থানা বিএনপি;
আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক, উত্তরা পশ্চিম থানা বিএনপি
সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।