চলতি বছরে ৬৫ হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন

স্বাধীন সংবাদ ডেস্ক:

চলতি বছর হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি মুসল্লি। এর মধ্যে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৭৩ জন হাজি দেশে ফিরে এসেছেন। শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

হজযাত্রী পরিবহণে তিনটি বিমান সংস্থা অংশ নিয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। দেশে ফেরত আনা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে এসেছে ৩০ হাজার ৪৪৩ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ৮ হাজার ৭৭৬ জন।

এখন পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট।

সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটি ২৯ এপ্রিল ঢাকা থেকে প্রেরিত হয়। এরপর এক মাস ধরে পর্যায়ক্রমে ফ্লাইটগুলো পরিচালিত হয়েছে। সর্বশেষ ১ জুন হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে।

সম্পূর্ণ হজ মৌসুমে মোট ২২০টি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হাজিরা সৌদি আরবে গমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *