কামরুল ইসলাম:
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসেনের দিকনির্দেশনায় এসআই ইমরান ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানটি চালানো হয় গত ৩ জুলাই ২০২৫ ইং তারিখ বিকাল ৫টা ২০ মিনিটে। অভিযানের সময় বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে দুই আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ মানিক (২১)
পিতা: সৈয়দ আহম্মদ, মাতা: রেশমী বেগম
স্থায়ী ঠিকানা: কামাল সওদাগরের বাড়ি, ৪নং ওয়ার্ড, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম
বর্তমান ঠিকানা: মুরাদপুর, শিক্ষা বোর্ড সংলগ্ন, এম জামান ১০বি বিল্ডিং, থানা: পাঁচলাইশ, চট্টগ্রাম।
২। রিপন দেব (২২)
পিতা: মৃত প্রবাল দে, মাতা: রিনা দে
স্থায়ী ঠিকানা: পুঁইছড়ি, সিকদার পাড়া, ৪নং ওয়ার্ড, থানা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম
বর্তমান ঠিকানা: চন্দ্রিমা আবাসিক এলাকা, রোড নম্বর-১১, চৌধুরী কুটির, ০৩ নম্বর রুম, থানা: চান্দগাঁও, জেলা: চট্টগ্রাম।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে মোট ১৬ (ষোল) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি রুজু হয়েছে চান্দগাঁও থানার মামলা নং-০২, তারিখ ০৩/০৭/২০২৫ ইং।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।