স্বাধীন সংবাদ ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা মানবজাতিকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস জোগায়। জুলুম ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা হিসেবে আশুরা চিরকাল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (পবিত্র আশুরা) এক বাণীতে ড. ইউনূস এই কথা বলেন। তিনি মহান এই দিনে অধিক নেক আমল করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের আহ্বান জানান।
বাণীতে ড. ইউনূস বলেন, “পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।”
তিনি আরও বলেন, “ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই মহান আদর্শ রক্ষার্থে হিজরি ৬১ সনের ১০ মহররমে হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারবর্গ এবং সহচররা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় নির্মমভাবে শহীদ হন। তাদের এই আত্মত্যাগ বিশ্বের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।”
কারবালার বিয়োগান্তক ঘটনার পাশাপাশি আশুরা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন হিসেবেও পরিচিত বলে উল্লেখ করেন তিনি। ড. ইউনূস বলেন, “হাদিসে বর্ণিত আছে, রাসুল (সা.) আশুরা উপলক্ষে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।”
সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আশুরার শিক্ষা গ্রহণ করে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করেন তিনি।