নতুন জুটি নাওভি-নিশিকে নিয়ে আসছে রোমান্টিক-ট্র্যাজেডি নাটক ‘রূপ’

স্বাধীন বিনোদন ডেস্ক: 

ছোটপর্দায় নতুন মুখ আর নতুন জুটির প্রতি নির্মাতাদের আগ্রহ বাড়ছে দিনদিন। দর্শকরাও খুঁজছেন ভিন্ন স্বাদ, নতুন অভিজ্ঞতা। ঠিক এমন সময় এক ফ্রেশ জুটিকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রূপ’, যা রোমান্টিক-ট্র্যাজেডি ধাঁচের গল্প নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে।

নির্মাতা রুবেল আনুশ পরিচালিত এই নাটকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন তরুণ অভিনয়শিল্পী সাদ নাওভিইন্দ্রানী নিশি। নাটকটির গল্প লিখেছেন আব্রাহাম তামিম

নাটকে কেন্দ্রীয় চরিত্রে কাজ করে উচ্ছ্বসিত নিশি বলেন, ‘সবসময় চেয়েছিলাম একটি সুন্দর গল্পে কাজ করতে। এটা আমার প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনীত নাটক। আমি চেষ্টা করেছি চরিত্রটা মন দিয়ে ধরতে, বাকিটা দর্শকদের ওপর ছেড়ে দিলাম।’

অভিনেতা সাদ নাওভি বলেন, ‘রুবেল আনুশ ভাই গল্পটা খুব দারুণভাবে বলেছিলেন, যেটা শুনেই আগ্রহ জন্মায়। নিশিও চমৎকার সহশিল্পী, খুব সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে। ফলে কাজটা স্বাচ্ছন্দ্যে করতে পেরেছি।’

নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘নাওভি ও নিশিকে নিয়ে কাজ করে আমি সন্তুষ্ট। দুজনই খুব নিবেদিত অভিনয়শিল্পী। নিশিকে দেখে মনে হয়েছে, সে মেথড অ্যাক্টিং করছে। নাওভিও নিজের চরিত্রে ভালো মানিয়েছে। আমি মনে করি, দুজনেই ভবিষ্যতে বড় পর্দা বা ওয়েব মাধ্যমে ভালো করবে। দর্শক তাদেরকে অবশ্যই পছন্দ করবে।’

নাওভি-নিশির পাশাপাশি নাটকটিতে আরও অভিনয় করেছেন গুণী অভিনেত্রী মনিরা আক্তার মিঠু

নাটক ‘রূপ’ খুব শিগগিরই প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *