কামরুল ইসলাম:
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের মালুমঘাট হাইওয়ে সড়ককে যানজটমুক্ত করতে মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গত কোরবানির পশুর হাটকে যানজট ও চাঁদাবাজিমুক্ত করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় তিনি ইজারাদারদের সঙ্গে কথা বলে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করেন।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসানের বিষয়ে স্থানীয় কিছু ব্যবসায়ী, গাড়ি চালক ও যাত্রীদের বক্তব্য অনুযায়ী জানা যায়, এবার কোরবানির পশুর হাটে ক্রেতা এবং বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ওসি মেহেদী হাসান।
শুধু তাই নয়, তিনি মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে হাইওয়ে সড়কের যানজট ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করে সাধারণ মানুষের মুখে হাসি এনে দিয়েছেন। এছাড়াও, সিএনজি সহ তিন ও দুই চাকার অবৈধ যানবাহন হাইওয়ে সড়কে উঠতে না দিয়ে যানজট ও দুর্ঘটনামুক্ত সড়ক গঠনে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
এবারের কোরবানির পশুর হাটে ক্রেতা, বিক্রেতা ও ইজারাদারদের হাটের শৃঙ্খলা এবং পশু পরিবহনের ক্ষেত্রে মহাসড়কের নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ জানান ওসি মেহেদী হাসান। একজন সুদক্ষ ও চৌকস পুলিশ অফিসার হিসেবে তিনি নিজের সুনামের পাশাপাশি হাইওয়ে পুলিশেরও সুনাম অর্জন করেছেন।
হাইওয়ে সড়কে কোথাও কোনো সমস্যায় পড়লে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান ওসি মেহেদী হাসান। দূরদূরান্ত থেকে গরুর খামারিরা এবং কৃষকরা গবাদি পশু বিক্রির জন্য বিভিন্ন হাটে নিয়ে আসেন। নিরাপদ পরিবেশ থাকায় ক্রেতা ও বিক্রেতারা মহাসড়ক ও হাটে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।