মোঃ আনজার শাহ:
কুমিল্লা নগরীর কোতোয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা এলাকার একটি ভাড়াটিয়া বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ১ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা এবং মূল্যবান কাপড়চোপড় নিয়ে যায়।
ভুক্তভোগী কাজী মোশারফ (৩১), পিতা: মৃত হারুনুর রশিদ, দক্ষিণ চর্থার কাশেম ভিলার নিচতলায় পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তিনি জানান, গত ৪ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তার বাসায় চুরি হয়।
ওই সময় তিনি এবং তার ভাগিনা মো. লিমন বাসার বাইরে ছিলেন। সন্ধ্যায় বাসায় ফিরে তারা দেখতে পান দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। ড্রয়ার ও স্টিলের আলমারি খুলে দেখা যায়, ১ ভরি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা), নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং কিছু মূল্যবান কাপড়চোপড় চুরি হয়েছে।
চুরির বিষয়টি বুঝতে পেরে মো. লিমন তাৎক্ষণিকভাবে মোশারফকে ফোনে জানান। পরে বাসায় ফিরে এসে কাজী মোশারফ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, অজ্ঞাত দুই ব্যক্তি বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে চুরি সংঘটিত করে।
ভুক্তভোগী কাজী মোশারফ জানান, আশপাশে খোঁজাখুঁজি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেও চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি কোতোয়ালী মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার একটি সূত্র জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।