বিচার করেই আমরা দেশের রাজনীতিতে সংস্কার আনব: নাহিদ ইসলাম

স্বাধীন সংবাদ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল, আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং যেসব পুলিশ সদস্য আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে—তাদের বিচার করেই আমরা দেশের রাজনীতিতে সংস্কার আনব। আগে বিচার, সংস্কার—তারপর নির্বাচন।”

শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “জুলাই আন্দোলন কোনো তাৎক্ষণিক আবেগ নয়—এটি একটি ঐতিহাসিক বাঁক পরিবর্তনের দাবি। এই আন্দোলনের বিচারপ্রক্রিয়া দীর্ঘ হতে পারে, তবে শুরুটা করতেই হবে। শুধু শুরু করলেই হবে না—বিচার হতে হবে দৃশ্যমান, এবং জনগণের সামনে এর রোডম্যাপও তুলে ধরতে হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “এই বিচার শুধু বর্তমান সরকারের নয়, আগামীতে যে সরকারই আসুক, তাদেরও এই দায় নিতে হবে। এজন্যই আমরা জুলাই সনদের কথা বলছি। এই সনদেই রয়েছে দেশের কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কারের দিকনির্দেশনা।”

এনসিপি আহ্বায়ক দাবি করেন, শহীদ ও আহতদের পরিবারগুলোর জন্য শুধু ক্ষতিপূরণ নয়, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে একটি রাষ্ট্রীয় দায়িত্বশীল কাঠামো গড়ে তুলতে হবে। “সরকার বদলালেই দৃষ্টিভঙ্গি বদলাবে—এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শহীদের রক্তের মূল্য সিস্টেম বদলে, শোষণহীন রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই দিতে হবে।”

সভায় জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কার নিশ্চিত করার দাবি জানান এনসিপি নেতারা। তাঁদের ভাষায়, “নির্বাচনের আগে সংস্কার না হলে, সেই নির্বাচন আবারও ভণ্ডামিতে পরিণত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তাঁরা বলেন, “এই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন এবং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গঠনের আন্দোলন থেমে থাকবে না।”

উল্লেখ্য, ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে দেশের ৬৪টি জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি বাস্তবায়ন করছে জাতীয় নাগরিক পার্টি। এতে শহীদ পরিবার, সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম ব্যাপকভাবে অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *