চট্টগ্রামে সমবায় সমিতিতে শত কোটি টাকার দুর্নীতি, তদন্তে বাধা

মোঃ আনজার শাহ:

চট্টগ্রাম বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এ শত কোটি টাকার দুর্নীতি তদন্তে নেমেছে বিভাগীয় সমবায় দপ্তর। মাহমুদুর রহমানসহ ২৭ জন সাধারণ সদস্যের অভিযোগের ভিত্তিতে ৭ জুলাই সমিতির কার্যালয়ে সাক্ষ্যগ্রহণ শুরু করেন উপনিবন্ধক (প্রশাসন) মোহাম্মদ মাহবুবুল হক হাজারী।

কিন্তু তদন্তের শুরুতেই ঘটে নজিরবিহীন ঘটনা—ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা তদন্তকারী কর্মকর্তাকে জিম্মি করে রাখা হয় এবং সাধারণ সদস্যদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে সদস্যদের প্রতিরোধে তদন্ত কার্যক্রম চালু হয়।

অভিযোগে উঠে এসেছে—২০০২ সালে শুরু হওয়া মার্কেট নির্মাণ আজও অসমাপ্ত; শতাধিক সদস্য কিস্তি পরিশোধ করেও দোকান বুঝে পাননি; একই দোকান একাধিকজনের কাছে বিক্রি হয়েছে। ঋণ আত্মসাৎ, ব্যাংক হিসাব গোপনসহ একের পর এক অনিয়মে সমিতি রূপ নিয়েছে ‘দুর্নীতির দুর্গে’।

উল্লেখযোগ্য বিষয়, জুলাই আন্দোলনে ছাত্র হত্যার মামলায় পলাতক সভাপতি ও সেক্রেটারি তদন্তে অনুপস্থিত ছিলেন।

এবার প্রশ্ন—দীর্ঘদিনের এই দুর্নীতি কি তবে তদন্তেই থেমে থাকবে, নাকি আসবে আইনি জবাবদিহি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *