কামরুল ইসলাম, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের নেতৃত্বে ঈদুল আজহার সময় চিরিংগা হাইওয়ে সড়কে যানজট ও চাঁদাবাজি রোধে গৃহীত পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হাটে আসা ক্রেতা-বিক্রেতা ও পরিবহন চালকদের নিরাপত্তা নিশ্চিত করে ওসি আরিফুল আমিন এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের আওতাধীন এই গুরুত্বপূর্ণ মহাসড়ককে যানজট ও দুর্ঘটনা মুক্ত রাখতে ঈদের আগে ও পরেও ওসি আরিফুল আমিন মাঠে সরাসরি উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী, যাত্রী ও চালকদের বরাতে জানা যায়, পশুর হাটে ইজারাদারদের সঙ্গে সমন্বয় করে তিনি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রেখেছেন।
এ বিষয়ে একাধিক গরু ব্যবসায়ী ও যাত্রী জানান, “এইবার কোরবানির হাটে আমরা কোনো ভোগান্তি ছাড়াই পশু বেচাকেনা করতে পেরেছি। মহাসড়কে কোনো চাঁদাবাজি বা হয়রানির ঘটনা ঘটেনি। হাইওয়ে পুলিশের সক্রিয় উপস্থিতি ওসি সাহেবের নেতৃত্বেই সম্ভব হয়েছে।”
ওসি আরিফুল আমিন জানান, “আমার লক্ষ্য একটাই—সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের সন্তুষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করা। এটা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, চালক ও সংশ্লিষ্ট সকলের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “সড়কে অবৈধ সিএনজি ও তিন চাকার যান চলাচল বন্ধ করে এবং নিয়মিত তদারকি চালিয়ে যানজট রোধ করেছি। কেউ সমস্যায় পড়লে সরাসরি হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই ওসি আরিফুল আমিন নিয়মিত অভিযান পরিচালনা করে হাইওয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। দিনের গরমে এবং রাতের বৃষ্টিতে নিজে মাঠে থেকে নজরদারি করে তিনি এলাকায় একজন মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
হাইওয়ে পুলিশের এমন ইতিবাচক কর্মকাণ্ড নিরাপদ সড়ক বাস্তবায়নে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।