বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ জীপ গাড়ি জব্দ, টেকনাফের যুবক গ্রেফতার

কামরুল ইসলাম, চট্টগ্রাম:


চট্টগ্রামের বাঁশখালী থানার পুলিশ ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি জীপ গাড়ি আটক করেছে। অভিযানে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে, যিনি মাদকের চালান বহনে সরাসরি যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) কাজী আবু কাউছার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার মূল গেইটসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক করা হয় মোঃ রায়হান ওরফে রিদুয়ান (২৮), পিতা-মৃত রফিক আহমদ, মাতা-মনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা—নয়া পাড়া, ৮ নম্বর ওয়ার্ড, আবু খায়ের ড্রাইভারের বাড়ি, সাবরাং ইউনিয়ন পরিষদ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। বর্তমানে তিনি বসবাস করছেন পুরান পল্লান পাড়া, ২ নম্বর ওয়ার্ড, টেকনাফ পৌরসভা এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রায়হানের ব্যবহৃত জীপ গাড়ি থেকেই উদ্ধার করা হয় মোট ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, মাদক পরিবহনের উদ্দেশ্যে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসেছিল।

এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *