বিশ্বমঞ্চে বিচারকের আসনে ব্রডকাস্ট গ্রাফিক্স ও পরিবেশ-সচেতন প্রযুক্তিনির্ভর লেখক এস কে মনোয়ার নাহিদ

স্টাফ  রিপোর্টার: 

বিশ্বমানের ব্রডকাস্ট গ্রাফিক্স লিডার এবং প্রযুক্তিনির্ভর লেখক এস কে মনোয়ার নাহিদ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য এক গৌরবময় মাইলফলক স্থাপন করেছেন। সম্প্রতি তিনি “মোশন গ্রাফিক্স কনটেস্ট ২০২৫” শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক এই আয়োজনের নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট-এর ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ।

পরিবেশবান্ধব সৃজনশীলতার প্রতিযোগিতা

“ফর এ বেটার গ্রিনার আর্থ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ আরও চারটি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। জমা পড়া অসংখ্য কাজের মধ্য থেকে জুরি বোর্ড সেরা তিনজন প্রতিযোগীকে নির্বাচিত করেন। প্রথম স্থান অর্জন করেন মোঃ সাদিকুর রহমান, দ্বিতীয় মাহবুবা, এবং তৃতীয় স্থান অধিকার করেন শঙ্কু দত্ত।

পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৫ জুলাই ২০২৫, ঢাকার দ্রিকপাঠ ভবনে। এই আয়োজনে এস কে মনোয়ার নাহিদের পাশাপাশি বিচারক হিসেবে ছিলেন বিশিষ্ট গ্রাফিক ডিজাইনার দেবাশীস দাস এবং মোহাম্মদ জাকারিয়া। তিন বিচারকের সম্মিলিত মূল্যায়নের ভিত্তিতেই বিজয়ীদের নির্বাচিত করা হয়।

অভিজ্ঞতার স্বীকৃতি ও সম্মাননা

এস কে মনোয়ার নাহিদের দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডিজাইন দক্ষতা এবং পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির জন্য তাঁকে বিচারক হিসেবে মনোনীত করা হয়। অনুষ্ঠানে পাঠশালার প্রিন্সিপাল খ ম হারুন তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদত্ত আনুষ্ঠানিক স্বীকৃতিপত্রে বলা হয়:
“সম্প্রচার গ্রাফিক্স ও মোশন ডিজাইন শিল্পে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এস কে মনোয়ার নাহিদের অনন্য অবদান এবং তাঁর বৈশ্বিক ভাবনার কারণে তাঁকে বিচারক হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর সৃজনশীল দৃষ্টিভঙ্গি, প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ এবং ডিজাইনের মাধ্যমে পরিবেশ-সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টাকে একাডেমিক মহল বিশেষভাবে মূল্যায়ন করেছে।”

সম্প্রচার শিল্পে ১৭ বছরের পথচলা

এস কে মনোয়ার নাহিদ বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল— আরটিভি, যমুনা টিভি, ইনডিপেনডেন্ট টিভি ও চ্যানেল ২৪-এ দীর্ঘদিন গ্রাফিক্স ডিজাইনার ও ক্রিয়েটিভ লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রডকাস্ট নিউজ গ্রাফিক্স, নির্বাচনী কাভারেজ ডিজাইন, অগমেন্টেড রিয়ালিটি ও ভার্চুয়াল সেট ডিজাইনের ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য।

লেখক হিসেবেও সফল

তিনি কেবল ডিজাইনারই নন, প্রযুক্তিনির্ভর চিন্তার একজন দক্ষ লেখকও। তাঁর রচিত “টেলিভিশন সম্প্রচার শিল্পে সৃজনশীলদের ভূমিকা” এবং “পৃথিবীর রক্ষক: টেকসই ভবিষ্যতের সহজ পদক্ষেপ” গ্রন্থ দুটি মিডিয়া ও পরিবেশ-সচেতনতা ভিত্তিক সাহিত্যচর্চায় প্রশংসিত হয়েছে। বইগুলো জলবায়ু সচেতনতা, টেকসই জীবনধারা এবং পরিবেশগত ন্যায্যতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বহু পুরস্কারে ভূষিত

এস কে মনোয়ার নাহিদ এরই মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন। দেশীয় পর্যায়ে তিনি পেয়েছেন:

  • স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড

  • শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড

  • এক্সেলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড

  • সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড

এই সব পুরস্কার মূলত তাঁর সম্প্রচার শিল্পে অবদান, প্রযুক্তিনির্ভর গ্রাফিক্স উন্নয়ন এবং পরিবেশবান্ধব সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

আন্তর্জাতিক সম্মাননায় উজ্জ্বল মুখ

আন্তর্জাতিকভাবে তিনি ২০২৫ সালের এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড অর্জন করেন। এটি তাঁকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মিডিয়া ও ডিজাইন ইন্ডাস্ট্রিতে নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে। তিনি আন্তর্জাতিক সম্প্রচার সম্মেলন আইবিসি (IBC)-তে নেদারল্যান্ডসে অংশগ্রহণ করেছেন এবং অ্যাডোবি ও অন্যান্য সফটওয়্যার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছেন সৃজনশীলতার আলো

বর্তমানে এস কে মনোয়ার নাহিদ মাল্টিন্যাশনাল ডিজাইন প্রতিষ্ঠান রুদ্রএফএক্স পরিচালনার মাধ্যমে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, পর্তুগাল ও দুবাইতে তাঁর সৃজনশীল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি

এই বিচারক নির্বাচন ও সম্মাননা শুধু এস কে মনোয়ার নাহিদের একক কৃতিত্ব নয়, বরং এটি বাংলাদেশের সৃজনশীল শিল্প, প্রযুক্তি ও পরিবেশ ভাবনার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি উজ্জ্বল নিদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *