স্বাধীন সংবাদ ডেস্ক:
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলী (৩২)–এর লাশ উদ্ধার করেছে করাচি পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্দেশে ওই ফ্ল্যাট খালি করার সময় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল সেখানে গেলে, বারবার ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়া না মেলায় তারা দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে। পরে মেঝেতে অভিনেত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ সূত্র জানিয়েছে, গত সাত বছর ধরে হুমাইরা আসগর একাই ফ্ল্যাটটিতে বসবাস করছিলেন। ফ্ল্যাটের মালিক তার বিরুদ্ধে ভাড়া বকেয়ার অভিযোগে আদালতে মামলা করেছিলেন। আদালতের নিযুক্ত বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে এসে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানান, মরদেহটি হাসপাতালে আনা হলে তা পচন অবস্থায় পাওয়া যায়। ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ দিন আগেই মৃত্যু হয়েছে তার। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
অভিনেত্রীর এক প্রতিবেশী জানান, হুমাইরা আসগরের কোনো ব্যক্তিগত গাড়ি ছিল না এবং তিনি ভবনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। ভাড়া নিয়েও বাড়ির মালিকের সঙ্গে তার বিরোধ চলছিল বলে জানান তিনি।
হুমাইরা আসগর পাকিস্তানে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন এবং ‘জালাইবি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে খ্যাতি অর্জন করেন।
এ ঘটনায় রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে করাচি পুলিশ। মৃত্যুর পেছনে আত্মহত্যা, দুর্ঘটনা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।