বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার

আব্দুর রহিম জয়, বগুড়া:


বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শ্বশুর ও পুত্রবধূকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন—আফতাব আলী (৬৫) ও তার পুত্রবধূ রিভা আক্তার (২৮)। আফতাব আলী গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান বর্তমানে প্রবাসে, সৌদি আরবে কর্মরত।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে খাওয়াদাওয়ার পর আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন বুধবার (৯ জুলাই) সকালে রিভার পাঁচ বছর বয়সী কন্যা ঘুম থেকে উঠে মায়ের নিথর দেহ দেখতে পায়। সে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে আফতাব আলীর গলায় দড়ির দাগ এবং রিভার গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে আফতাব আলীকে দড়ি দিয়ে এবং রিভাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।”

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং থানা পুলিশের যৌথ দল কাজ করছে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ, পূর্ব শত্রুতা বা চুরির উদ্দেশ্যসহ সব দিক বিবেচনায় তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *