বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেত্রকোণা জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার:


আবুল বাশারকে সভাপতি এবং আদনান হোসাইন বাকিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নেত্রকোণা জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ৬১ সদস্যের এই আংশিক কমিটি গত ৫ জুলাই ২০২৫ তারিখে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আবুল বাশার সভাপতি এবং আদনান হোসাইন বাকির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আমির হামজা, এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাবির আহম্মেদ

নতুন কমিটি ঘোষণার পর নেত্রকোনা জেলার ছাত্রসমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা ও সমর্থন জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আবুল বাশার বলেন,
“নেত্রকোনার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক আদনান হোসাইন বাকির বলেন,
“বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মূল চেতনা—শিক্ষা, অধিকার ও প্রগতি—এই তিন মূলনীতিকে ধারণ করে আমরা নেত্রকোনায় একটি সুসংগঠিত, আদর্শিক ও সংগ্রামী নেতৃত্ব গড়ে তুলতে চাই।”

নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, তাঁরা শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবেন। পাশাপাশি, সংগঠনের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় নিবেদিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *