“বিশ্ব আর কোনো সম্রাট চায় না”: ট্রাম্পকে কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:


বর্তমান বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ও প্রতিশোধমূলক বাণিজ্যনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা ক্রমেই তীব্র হচ্ছে। এ প্রেক্ষাপটে ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা কড়া ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেন,
“বিশ্ব আর কোনো সম্রাট চায় না।”

সোমবার (৮ জুলাই) ট্রাম্পের বাণিজ্য হুমকির প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন লুলা। তাঁর বক্তব্যকে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র ভূমিকার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

🔻 ট্রাম্পের শুল্ক হুমকি ও লুলার প্রতিবাদ

স্থানীয় সময় রোববার রাতে, ব্রিকস দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন,
“যারা যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা হবে।”

এরপর সোমবার ট্রাম্প প্রশাসন ১৪টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এখনই ব্রিকসের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা নেই, যতক্ষণ না কোনো দেশ যুক্তরাষ্ট্রবিরোধী পদক্ষেপ নেয়।

🗣️ লুলার বক্তব্য

ব্রিকস সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুলা বলেন:
“বিশ্ব বদলে গেছে। আমরা আর কোনো সম্রাটের অধীনে থাকতে চাই না। ব্রিকস দেশগুলো বিকল্প অর্থনৈতিক কাঠামো খুঁজছে, যা অনেকের অস্বস্তির কারণ হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন,
“বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমানোর এখন সময় এসেছে। আমাদের এমন পথ খুঁজে বের করতে হবে, যেখানে লেনদেন ডলারের ওপর নির্ভরশীল না থেকে বিকল্প মুদ্রা ব্যবস্থার দিকে এগিয়ে যায়।”
তবে লুলা সতর্ক করে বলেন,
“এ পরিবর্তন হবে ধাপে ধাপে এবং বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সমন্বয়ের মাধ্যমে।”

🌐 অন্যান্য ব্রিকস সদস্যদের প্রতিক্রিয়া

ট্রাম্পের হুমকির জবাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন,
“ব্রিকস ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে। আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতা চাই না।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন,
“শুল্ক চাপ সৃষ্টি বা জবরদস্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। ব্রিকস সব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার পক্ষে।”

রাশিয়ার পক্ষ থেকেও জানানো হয়,
“ব্রিকসের সঙ্গে রাশিয়ার অংশীদারিত্ব কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। এটি একটি সাধারণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে গড়ে উঠেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *