প্রভাস চক্রবর্ত্তী:
চট্টগ্রামের বোয়ালখালীতে পল্লী চিকিৎসক পরিষদের ৭৩তম আলোচনা সভা ও রাইফেল ড্র ‘র’ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ডা. চিন্ময় বডুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মাহাবুবুল আলমের সঞ্চালনায় সভা শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ডা. মো. জাফর আলমগীর এবং গীতা পাঠ করেন ডা. বিষু চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন বোয়ালখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক ডা. প্রভাস চক্রবর্ত্তী ও ডা. স্বপন কান্তি দে।
সাধারণ সম্পাদক ডা. মাহাবুবুল আলম বলেন, “ঐক্যের কোনো বিকল্প নেই। একটু একটু জলরাশি মিলে যেমন মহাসমুদ্রে রূপ নেয়, তেমনি সবাই এক হয়ে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দীন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ডা. নিরঞ্জন চক্রবর্ত্তী ও কাজী মো. ইয়াছিনুর রহমান।
পরিষদের অর্থ সম্পাদক টিটু চৌধুরী বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং সংগঠনের সঞ্চয় আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের পর বিজয়ী সদস্যদের মাঝে রাইফেল ড্র ‘র’ পুরস্কার বিতরণ করা হয়।