বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ফার্মেসিকে অর্থদণ্ড

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:


চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্সবিহীন একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার গোমদণ্ডী ফুলতলা ও কধুরখীল চৌধুরীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:

  • আল ইমাম মেডিকো (গোমদণ্ডী ফুলতলা): মালিক আরিফ হোসেনকে ৫ হাজার টাকা

  • বোয়ালখালী জেনারেল হাসপাতাল ফার্মেসি: মালিক রাজু দে’কে ২ হাজার টাকা

  • দরবার মেডিকো (কধুরখীল চৌধুরীহাট): মালিক বেলালকে ২ হাজার টাকা

দরবার মেডিকোতে অনুমোদনহীন, নিষিদ্ধ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স না থাকায় সেটিকে সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া ত্রিপলবিহীনভাবে বালু পরিবহন করায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর আওতায় নুরুল আলম নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *