অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে নলছিটি জাতীয় সাংবাদিক সংস্থার শোক

আমির হোসেন:


দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নলছিটি উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল ১০টায় নলছিটি উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে শোকসভায় সংস্থার সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি আবদুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধা, সম্পাদক মোঃ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, ধর্মবিষয়ক সম্পাদক সাইদুর রহমান কবির প্রমুখ। এসময় সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান। সবশেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, তিনি ৬ জুলাই ভোর ৫টায় ঢাকা মগবাজার ইনসাফ বারাকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কয়েকদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *