গুজরাটে গম্ভীরা সেতু ধসে প্রাণহানিতে ড. মুহাম্মদ ইউনূসের শোক

স্বাধীন সংবাদ ডেস্ক:

ভারতের গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, “গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।”

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, এবং ব্যক্তিগতভাবে, আমি নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। যারা আপনজন হারিয়েছেন, তারা আমাদের ভাবনা ও প্রার্থনায় রয়েছেন। আমি আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।”

প্রসঙ্গত, ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা জেলায় মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩ বছর বয়সী গম্ভীরা সেতুটি বুধবার ভোরে হঠাৎ ধসে পড়ে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, সেতুর একটি অংশ ধসে পড়ার পর একটি ট্যাংকার বিপজ্জনকভাবে ঝুলে আছে। নদীতে উলটে যাওয়া একটি ভ্যানে আটকে থাকা এক নারীকে তাঁর ছেলের জন্য সাহায্য চেয়ে কাঁদতে দেখা যায়।

উল্লেখ্য, ধসে যাওয়া সেতুটি ভদোদরার পাদ্রার মুজপুর এলাকার সঙ্গে আনন্দ জেলার গম্ভীরা অঞ্চল এবং মধ্য গুজরাটকে সৌরাষ্ট্র অঞ্চলের সঙ্গে সংযুক্ত করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *