মোঃ আনজার শাহ:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর উদ্যোগে আজ (১০ জুলাই ২০২৫) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো “জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
“বিসমিল্লাহির রাহমানির রাহিম” উচ্চারণের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানের সময় সাহসী সাংবাদিকরা যেভাবে নির্ভয়ে সত্য তুলে ধরেছেন, তা গণমাধ্যমের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, কলামিস্ট, সম্পাদক এবং নবীন সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে শহীদ সাংবাদিক পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলেই তাঁদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বক্তারা বলেন, এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মের সংবাদকর্মীদের মাঝে পেশাগত দায়িত্ববোধ, মুক্তচিন্তা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চেতনা জাগিয়ে তুলবে।