ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ মৎস্যজীবী দলের গঠনতন্ত্রবহির্ভূত কার্যক্রমে ক্ষোভ, কঠোর সাংগঠনিক ব্যবস্থার দাবি তৃণমূল নেতাকর্মীদের

স্টাফ রিপোর্টার:

বিগত ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির আহমেদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি বাতিল করেন। এরপর থেকেই বাতিল হওয়া কমিটির কতিপয় নেতা দলীয় গঠনতন্ত্র ও নির্দেশনা অমান্য করে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষর নকল করে ‘ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ পূর্ব বহাল’ মর্মে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন শাহ্ আলম, সোহেল রানা, বাকি বিল্লাহ সহ কিছু নেতা। এরপর তিনি ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যুক্ত করে কথিত কমিটি চালু রাখেন।

অভিযোগ রয়েছে, বাতিল হওয়া কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক ফারুক পাটোয়ারী এবং উত্তর-দক্ষিণ ইউনিটের শাহ আলম, সোহেল রানা, বাকি বিল্লাহসহ আরও কয়েকজন নেতা পদ বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে চাঁদাবাজি, দলীয় পদ বিক্রি এবং অনৈতিক লেনদেনের অভিযোগ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এই অবস্থায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের তৃণমূল নেতারা অভিযোগ করে বলেন, এসব নেতা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এবং সংগঠনের মধ্যে ভাঙন সৃষ্টি করছে। তৃণমূল নেতারা অবিলম্বে এই ভুয়া নেতৃত্ব ও গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

তৃণমূল নেতাদের ভাষায়, “দলের আদর্শ রক্ষা এবং প্রকৃত ত্যাগী নেতাদের মূল্যায়ন নিশ্চিত করতে এসব সুবিধাভোগী ও অনুপ্রবেশকারী নেতাদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *