প্রথমবারের রোবটিক পুনর্বাসন সেবা চালু করল বিএমইউ

স্বাধীন সংবাদ ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ভিত্তিক পুনর্বাসন সেবা আজ (১০ জুলাই) থেকে লাইভ হলো। রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপারস্পেশালাইজড হাসপাতালে এ পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।

উপদেষ্টা সজীব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, চীনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই সেন্টারে মোট ৬২টি অত্যাধুনিক রোবট মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক। এসব রোবটের মাধ্যমে প্যারালাইসিস, স্নায়ুবিক রোগ, দুর্ঘটনার পরবর্তী চিকিৎসা, ফিজিওথেরাপি ও সুগভীর পুনর্বাসনসহ নানা সেবা দেওয়া হবে।

বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. রবিউল হক বলেন, “এই রোবটিক সেবা আমাদের পুনর্বাসন কার্যক্রমকে পূণরায় সংজ্ঞায়িত করবে। প্রথাগত পদ্ধতির তুলনায় রোবটগুলো রোগীর শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের নিখুঁত গতি পর্যবেক্ষণ করে ব্যক্তিগত পর্যায়ে থেরাপি প্রদান করবে, যা দ্রুত সেরে ওঠায় সহায়তা করবে।”

রোবটিক থেরাপির আওতায় স্ট্রোক বা পক্ষাঘাত আক্রান্তরা বিশেষ সুবিধা পাবে; তাদের পেশী স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় করতে এবং শারীরিক ফাংশন পুনরুদ্ধারে সহায়তা করবে। এছাড়া চলমান জুলাই আন্দোলনে আহতদের জন্য এই সেবাটি বিনামূল্যে চালুর ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডা. মো. খুরশীদ আলম বলেন, “এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ—এটি শুধু উন্নত চিকিৎসা নয়, সমাজের প্রতিবন্ধী এবং আহত মানুষকে নতুন জীবনের আনন্দ দেবে।”

বিএমইউ কর্তৃপক্ষের আশা, সাফল্য প্রমাণিত হলে ধাপে ধাপে রোবটিক পুনর্বাসন সেন্টার দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও চালু হবে। মহামারী পরবর্তী সময়ে এসব উচ্চতর প্রযুক্তি ভিত্তিক চিকিৎসা সেবায় বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *