স্বাধীন সংবাদ ডেস্ক:
নির্বাচন কমিশন (ইসি) যদি শাপলাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করে, তাহলে ধানের শীষকেও প্রতীক হিসেবে রাখা উচিত নয়—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলমের এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়ে, যখন নির্বাচন কমিশন জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত শাপলাকে রাজনৈতিক প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত জানায়।
পোস্টে সারজিস আলম লিখেছেন, “শাপলা জাতীয় প্রতীক নয়—জাতীয় প্রতীকের একটি অংশ। ঠিক যেভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারা—সবই জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি প্রতীক হিসেবে না থাকে, তাহলে ধানের শীষও থাকার যৌক্তিকতা নেই।”
তিনি আরও লিখেছেন, “জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ, জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যেই একটি রাজনৈতিক মার্কা হিসেবে তালিকাভুক্ত। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগেই বলে দেন।”
এদিকে এর কয়েক ঘণ্টা আগেই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচনি প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলা’কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
এনসিপি নেতার এই মন্তব্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।