সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতুরাপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে তিন যুবক মিলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার দু’দিন পর ভুক্তভোগী কিশোরীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ জমা দিলেও এখনও পর্যন্ত থানায় কোনো মামলা রেকর্ড হয়নি।
এদিকে অভিযোগ রয়েছে, ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা মিন্টু, মোস্তফা, আব্দুস সাত্তার, আলী আক্কাসসহ কয়েকজন মাতব্বরের নেতৃত্বে আজ সকালে এক প্রহসনের বিচার বসানো হয়। সেই সালিশে জোরপূর্বক ভুক্তভোগী পরিবারকে চাপ দিয়ে ১ লাখ ২০ হাজার টাকায় ঘটনাটি মিমাংসা করা হয়।
স্থানীয় বিএনপি নেতা আব্দুস সাত্তার দাবি করেছেন, “এটা তেমন কিছু না, সামান্য কথা-কাটাকাটি হয়েছে মাত্র।” তবে এলাকাবাসীর অনেকেই বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় অভিযুক্তরা বিচার এড়িয়ে যাচ্ছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিচার চাওয়ার অপরাধে তাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।