১১ মাসের নীরবতা ভাঙল গুলির শব্দে: দাউদকান্দির ছাত্র-আন্দোলন ফের আলোচনায়

মোঃ আনজার শাহ:

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ১১ মাস পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ২০২৪ সালের ৫ আগস্ট গৌরীপুর বাজারে মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের সিএনজি চালক সুলতান মিয়া। ওই ঘটনায় নিহতের স্ত্রী রেহানা বেগম ২০২৫ সালের ৩০ জুন দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী আবদুস সবুর, দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র নাইম ইউসুফ সেইনসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ছাত্র-জনতার মিছিলে অংশ নিলে গৌরীপুর বাজারে অস্ত্রধারী আওয়ামী লীগের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। গুলিবর্ষণে সুলতান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায়, এর আগে ছাত্র আন্দোলনে নিহত রিফাত ও বাবুর হত্যার ঘটনায় আরও তিনটি মামলা হয়েছে। কিছু আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও আলোচিত আসামিদের অন্যতম মোসাঃ শাহনাজ মেম্বার এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে গুলশান থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানান, সুলতান মিয়ার ঘটনায় দায়ের করা মামলা তদন্তাধীন রয়েছে। আগের মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *