ইমরান খানের আন্দোলনে যোগ দিচ্ছেন দুই পুত্র

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক: 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পুত্র—সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে পাকিস্তানের রাজপথে দলের আন্দোলনে যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইমরান খানের বোন আলিমা খান। খবর সামা টিভির।

বুধবার আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলিমা খান জানান, ইমরান খান আলোচনার পথ একেবারে বন্ধ করে দিয়েছেন এবং একটি পূর্ণমাত্রার গণপ্রতিবাদের ডাক দিয়েছেন। তিনি এই প্রতিবাদ আন্দোলনের চূড়ান্ত ধাপে পৌঁছাতে চান ৫ আগস্ট, যেদিন তার কারাবাসের দুই বছর পূর্ণ হবে।

আলিমা বলেন, “ইমরান খান জনগণকে বলেছেন—একটি শক্তিশালী প্রতিবাদের জন্য প্রস্তুত থাকতে হবে। যারা এই আন্দোলনের ভার বহন করতে পারবে না, তাদের এখনই সরে দাঁড়ানো উচিত।”

তিনি আরও জানান, “সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় জানিয়ে গিয়েছিল যে তারা ফিরে এসে এই আন্দোলনে অংশ নেবে। আগে আমরা তাদের নিরুৎসাহিত করলেও এখন তারা বাবার অনুমতি চায় না—তারা শুধু জানাচ্ছে যে তারা আন্দোলনে অংশ নিচ্ছে।”

আন্দোলনে ইমরান খানের পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে আলিমা খান বলেন, “এটি এখন আর কেবল রাজনৈতিক সংগ্রাম নয়, এটি ন্যায়ের লড়াই এবং পাকিস্তানের ভবিষ্যৎ রক্ষার প্রশ্ন।”

ইমরান খানের কারাবাস, রাজনৈতিক নিষ্ক্রিয়তা আর বারবারের নির্বাচনী বিতর্কের মধ্য দিয়ে পিটিআই এক গভীর সংকটে রয়েছে। এমতাবস্থায় তার পরিবার ও দুই সন্তান সরাসরি আন্দোলনে অংশ নিতে প্রস্তুত হওয়াকে অনেকেই দলের জন্য বড় মনোবল হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *