মোঃ মুজাহিদুল ইসলাম:
গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির সম্মানিত সহ-সভাপতি মরহুম মোঃ ইমন সরকার এর ইন্তেকালের ৪০ দিন উপলক্ষে এক স্মরণসভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জুলাই ২০২৫, শুক্রবার বিকাল ৫টায় টঙ্গী এরশাদনগর ৩নং ব্লক, টেকবাড়ী রোডে অবস্থিত গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোঃ শাহীন দেওয়ান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব জয়নাল দেওয়ান। এতে মরহুম ইমন সরকারের সহধর্মিণী, কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির বিশিষ্ট সদস্যবৃন্দ—পাগল ফিরোজ, প্রেম আনন্দ সরকার, ইউনুস আলী মোল্লা, মজিবর সরকার, জাহাঙ্গীর বয়াতি, কবির সরকার, অদুদ সরকার, ইয়াসিন সরকার, হোসেন সরকার, হাবিল ভান্ডারী, রুবেল দেওয়ান, শেরে আলী দেওয়ান, শাকিল ভান্ডারী, হোসেন ফকির, মারুফ দেওয়ান, মোঃ মেহেদী হাসান সোহাগসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে মোঃ শাহীন দেওয়ান বলেন,
“মরহুম ইমন সরকার ছিলেন বাংলাদেশের বাউল সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অকাল মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাইকে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।