মোঃ সোহেল চৌধুরী:
প্রতিদিন হাজারো যাত্রী সিএনজি চালিত অটোরিকশা ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। ব্যস্ততার কারণে অনেক সময় যাত্রীরা তাঁদের মূল্যবান জিনিসপত্র ভুলে রেখে চলে যান, যার ফলে পরে তারা পড়েন চরম ভোগান্তিতে। তবে, সম্প্রতি এক ব্যতিক্রমী ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ ব্যাটালিয়ন টেকনাফ একটি হারানো ব্যাগ উদ্ধার করে, যা মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
১১ জুলাই, দুপুর আড়াইটার দিকে, টেকনাফের দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বিজিবির সদস্যরা পালংখালীগামী একটি যাত্রীবিহীন সিএনজির পেছনের আসনে একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি পাওয়া যাওয়ার পর, সিএনজি চালকের সঙ্গে কথা বলে ধারণা করা হয়, কোনো যাত্রী ভুলে ব্যাগটি রেখে গেছেন। ব্যাগটি খুলে দেখা যায়, তাতে রয়েছে নগদ ৭,০০০ টাকা, দুটি ছড়া চাবি, শিশুর একটি পোশাক, একটি জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী।
ব্যাগের ভিতরের তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দ্রুত প্রকৃত মালিককে শনাক্ত করার জন্য তৎপরতা শুরু করে। স্থানীয় সূত্র, নিজেদের সংযোগ এবং এলাকার মানুষের সহায়তা নিয়ে বিজিবি সদস্যরা দ্রুত মালিকের পরিচয় নিশ্চিত করেন। অল্প সময়ের মধ্যে তারা মালিক জুলেখা আক্তার (৪৪)-এর খোঁজ পেয়ে তাঁকে চিহ্নিত করেন। পরে, দমদমিয়া চেকপোস্টে বিওপি কমান্ডারের উপস্থিতিতে ব্যাগটি আনুষ্ঠানিকভাবে মালিকের হাতে হস্তান্তর করা হয়।
নিজের হারানো ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়ে জুলেখা আক্তার বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের সততা, দায়বদ্ধতা ও মানবিকতার প্রশংসা করেন। তিনি বলেন,
“এমন একটি দৃষ্টান্তমূলক কাজ আমাকে প্রমাণিত করল যে, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মানবিক মূল্যবোধে সমানভাবে দায়বদ্ধ। তাঁদের এই সততা ও দায়িত্ববোধ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায়।”
এই ঘটনা প্রমাণ করে, বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজেই সীমাবদ্ধ নয়, তারা সমাজে সুশাসন, সততা ও মানবিকতারও আদর্শ স্থাপন করছে। এরকম উদ্যোগগুলো সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে এবং সমাজে একটি সুন্দর বার্তা পৌঁছে দেয়।