আব্দুর রশিদ, সাতক্ষীরা:
আশাশুনি উপজেলার মানিকখালী ব্রিজ থেকে বড়দল সড়কে একাধিক কার্লভার্ট ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে।
সড়কের গোয়ালডাঙ্গা সামাদ গাজীর বাড়ির নিকট এবং ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কার্লভার্ট ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচল তো বটেই, পথচারীরাও প্রতিনিয়ত দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন। মাঝেমধ্যে গাড়ির চাকা কিংবা পথচারীর পা গর্তে আটকে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে চলাচল করা হয়ে পড়েছে চরম বিপজ্জনক।
এছাড়াও, সড়কের বিভিন্ন স্থানের অবস্থাও বিপদজনক হয়ে উঠেছে। সড়কটি সরু হওয়ায় এবং ভাঙাচোরা থাকায় যানবাহন পারাপারের সময় বারবার জটিলতা দেখা দেয়।
ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা মন্ডল জানান,
“যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন গর্তে আটকে পড়ায় স্কুলের পাশে জ্যাম লেগে থাকে। এতে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। ছোট ছোট শিক্ষার্থীরা গর্তে পড়ে যেকোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে।”
স্থানীয় পথচারী ও এলাকাবাসী উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।