বরিশালে ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা, জাল নোট, মোটরসাইকেল ও মোবাইলসহ চার মাদক কারবারি আটক

মোঃ রবিউল ইসলাম রাব্বি: 

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (বিএমপি-ডিবি) ধারাবাহিক ও গোয়েন্দাভিত্তিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পৃথক দুটি অভিযানে মোট ২,৬৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা, ৩ হাজার টাকার জাল নোট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ১৩ জুলাই ২০২৫, রাত ৮:৩০ মিনিটে বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলী হাউজিং এলাকার ২১ নম্বর রোডে। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল জনৈক জসিম উদ্দিনের ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে ৪৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা এবং ৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—দক্ষিণ কড়াপুর এলাকার মো. ফারুক হাওলাদার (৩০), পশ্চিম ঝালকাঠির মো. শাকিল খান সেন্টু (৪৫), এবং হরিনাফুলিয়া এলাকার মোসা. মারুফা আক্তার (১৮)।

অভিযানে অংশ নেন এসআই মো. মেহেদী হাসান, এএসআই মহসিন সবুজ ও কবির হোসেনসহ একাধিক কনস্টেবল এবং নারী পুলিশ সদস্য। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দ্বিতীয় অভিযানটি হয় ১৪ জুলাই ২০২৫, রাত ৩:৩০ মিনিটে বরিশাল সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে, কালিজিরা ব্রিজ সংলগ্ন বরিশাল-খুলনা মহাসড়কে। ডিবির আরেকটি দল “ঘোষ বন্ধু গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার” নামক বন্ধ দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ২,২০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।

আটক ব্যক্তি হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোঁদাড়া এলাকার মো. বিল্লাল হোসেন (৩৫), যিনি বর্তমানে ঢাকার পূর্বাচলের নূরেরচালায় বসবাস করেন। এই অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. জাহিদ হাসান, এএসআই (নিঃ) মো. হাসানুজ্জামান ও দিদারুল ইসলামসহ আরও কয়েকজন পুলিশ সদস্য। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *