কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাইয়ে ১১ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ ছয়জন তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া)কে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ।
রবিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় মীরসরাই প্রাণিসম্পদ অফিসের সামনে শ্যামলী পরিবহন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এসআই সায়েদুর রহমান ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসযোগে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় যাচ্ছে।
ঢাকা মেট্রো-ব-১৫-০৬৭৫ নম্বরের বাসটি থামিয়ে তল্লাশির সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রীবেশে থাকা ছয়জন হিজড়া বাস থেকে নামার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরবর্তীতে, উপস্থিত সাক্ষীদের সামনে নারী পুলিশ দিয়ে তল্লাশি চালিয়ে দেখা যায়, পাঁচজন হিজড়ার কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় প্রতিজনের সঙ্গে ২ হাজার করে মোট ১০ হাজার পিস এবং অপর একজনের সঙ্গে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
সর্বমোট ১১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদে নাম-ঠিকানা যাচাই-বাছাই চলছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।