স্বাধীন সংবাদ ডেস্ক:
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্র রাকিব হাসান হত্যাকাণ্ড নিয়ে জুলাই আন্দোলনে করা মামলায় কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর বিষয়ে এদিন শুনানি ছিল। সকাল সোয়া ১০টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের পেছনে হাতকড়া পরানো ছিল, পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট।
পুলিশ বেষ্টনীর মধ্যে থাকা অবস্থায় কামরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ সদস্যরা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পুলিশের প্রতি উচ্চকণ্ঠে বলেন, “কেন, তুমি টানতেছ কেন?” তবে তার সঙ্গে থাকা বিচারপতি মানিক এ সময় নীরব ছিলেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোর্শেদ হোসেন শাহীন।
এর আগে গত ৮ জানুয়ারিও আলী হত্যা মামলায় আদালতে হাজির করার সময় পুলিশের আচরণে অসন্তোষ প্রকাশ করেছিলেন কামরুল ইসলাম। সেদিন সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, “ইতরামির একটা সীমা আছে, ফাজলামো পেয়েছেন নাকি?”